মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি চূড়ান্তের জন্য নতুন এক সময়সীমা বেঁধে দিয়েছেন। ১০ থেকে ১২ দিনের মধ্যে এই চূড়ান্ত সিদ্ধান্ত না এলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার স্কটল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ ঘোষণা দেন। সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বর্তমানে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক এবং গলফ খেলার জন্য স্কটল্যান্ডে অবস্থান করছেন ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, ‘আমি আগেই ৫০ দিনের একটি সময়সীমা দিয়েছিলাম, কিন্তু এখন আমি এই সময়সীমা কমিয়ে আনছি। আজ থেকে ১০ বা ১২ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দরকার।’
তিনি আরও বলেন, ‘অপেক্ষার কোনো মানে হয় না… আমরা কোনো অগ্রগতি দেখছি না।’
ট্রাম্পের এই বক্তব্যকে ‘স্পষ্ট ও দৃঢ় মনোভাব’ হিসেবে অভিহিত করে প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘ঠিক সময়ে এই বার্তা এসেছে। শান্তির জন্য শক্তি প্রয়োগের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই এই ভয়াবহ যুদ্ধ থামানোর ওপর গুরুত্ব দেওয়ার জন্য।’
তবে সাবেক রুশ প্রেসিডেন্ট এবং ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ উল্লেখ করেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে আল্টিমেটামের খেলা খেলছেন। তিনি লেখেন, ‘প্রতিটি নতুন আল্টিমেটাম মানেই হুমকি এবং যুদ্ধের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। এটি রাশিয়া-ইউক্রেন নয়, বরং নিজের (ট্রাম্পের) দেশের সঙ্গে যুদ্ধ ডেকে আনতে পারে।’
আপনার মতামত লিখুন :