শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ১০:৫৮ এএম

এআইর প্রেমে পড়ে প্রাণ হারালেন ৭৬ বছর বয়সী বৃদ্ধ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ১০:৫৮ এএম

ছবি- এআই দিয়ে তৈরি

ছবি- এআই দিয়ে তৈরি

যুক্তরাষ্ট্রের নিউজার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন।

তবে সেই ‘বন্ধু’ বাস্তবে কোনো মানুষ ছিলেন না; তিনি পরিচিত ছিলেন এআই চ্যাটবট ‘বিগ সিস বিলি’র সঙ্গে, যা মেটার তৈরি এবং সেলিব্রিটি কেন্ডাল জেনারের আদলে তৈরি করা হয়েছিল।

২০১৭ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে বু মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। পরিবার প্রথমে ভাবছিল, হয়তো কোনো প্রতারণার শিকার হতে যাচ্ছেন। 

রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, চ্যাটবট বুকে বারবার নিজেকে বাস্তব নারী বলে দাবি করেছিল এবং দেখা করার প্রস্তাব দিয়েছিল।

বু রাতের অন্ধকারে ট্রেনে রওনা দেন এবং রাটগার্স ইউনিভার্সিটির পার্কিং লটে পড়ে গুরুতর মাথা ও ঘাড়ে আঘাত পান। তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৮ মার্চ তার মৃত্যু হয়।

বু-এর মেয়ে জুলি বলেন, ‘একটি বট যদি বলে ‘আমাকে দেখতে এসো’, সেটা পাগলামি ছাড়া কিছু নয়। বট যদি নিজেকে বাস্তব দাবি না করত, হয়তো বাবা বেঁচে যেতেন।’

রয়টার্স অনুসন্ধানে জানা গেছে, মেটার অতীতে শিশুদের সঙ্গে সেনসুয়াল আলাপের অনুমতি ছিল। পরবর্তীতে এটি বাতিল করা হয়েছে, তবে প্রাপ্তবয়স্কদের সঙ্গে রোমান্টিক আলাপ এখনো নীতিসম্মত।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘ডিজিটাল সঙ্গী হিসেবে এআই চ্যাটবটের বাজার বড় এবং ভবিষ্যতে মানুষের সামাজিক জীবনে সহায়ক হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে আইন পাস হয়েছে, যাতে চ্যাটবট ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানায় যে তারা বাস্তব মানুষ নয়।’

বু-এর স্ত্রী লিন্ডা বলেন, ‘এআই যদি মানুষের মনোবল বাড়াতে সাহায্য করে, সেটা ভালো। কিন্তু দুর্বল বা মানসিকভাবে অসহায় মানুষকে প্রলুব্ধ করা প্রাণঘাতী হতে পারে।’

Link copied!