সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০১:৪৮ পিএম

অস্ট্রেলিয়ায় ঢুকতে পারলেন না ফিলিস্তিনি শিশুদের ‘শত্রু’ বলা ইসরায়েলি এমপি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০১:৪৮ পিএম

‘ইসরায়েল’র কট্টর-ডানপন্থি রাজনীতিক ও সংসদ সদস্য সিমচা রথম্যান। ছবি- সংগৃহীত

‘ইসরায়েল’র কট্টর-ডানপন্থি রাজনীতিক ও সংসদ সদস্য সিমচা রথম্যান। ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরের আগে ‘ইসরায়েল’র কট্টর-ডানপন্থি রাজনীতিক ও সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে। ফিলিস্তিনি শিশুদের ‘শত্রু’ আখ্যা দেওয়া এবং পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানানোয় বিতর্কিত এই সংসদ সদস্যের প্রবেশে বাধা দিলেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

রোববার টনি বার্ক নিশ্চিত করেছেন, রথম্যানের ভিসা আবেদন বাতিল করা হয়েছে এবং আগামী তিন বছরের মধ্যে তিনি নতুন ভিসার আবেদনও করতে পারবেন না। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যারা অস্ট্রেলিয়ায় বিভাজনের বার্তা ছড়াতে আসে, তাদের আমরা এখানে চাই না।’

রথম্যান ‘ইসরায়েল’র কট্টর-ডানপন্থি ‘রিলিজিয়াস জিওনিজম’ দলের কনেসেট সদস্য। দলের নেতা বেজালেল স্মোটরিচ বর্তমানে ‘ইসরায়েল’র অর্থমন্ত্রী। গত জুনে স্মোটরিচ ও নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়ার আলবানিজ সরকার।

রথম্যানের অংশগ্রহণের জন্য সিডনি ও মেলবোর্নে দুটি জনসভা এবং আরও দুটি ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন করেছিল ডানপন্থি অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ)। এসব অনুষ্ঠানকে ‘সংহতি সফর’ হিসেবে উল্লেখ করে তারা বলেছিল, ইহুদি সম্প্রদায়ের প্রতি সমর্থন জানাতেই এ আয়োজন।

তবে অস্ট্রেলিয়ার প্রোগ্রেসিভ জিউইশ কাউন্সিল রথম্যানের সফর নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে জানিয়েছিল, এটি ‘ইসরায়েলি’ সরকারের প্রতি সমর্থন জোগাড়ের প্রচেষ্টা।

অন্যদিকে এজেএ জানিয়েছে, রথম্যানের সফর মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়। সংগঠনটির প্রধান নির্বাহী রবার্ট গ্রেগরি বলেন, “আমরা মনে করি ‘ইসরায়েলি’ ও অস্ট্রেলীয় নীতিনির্ধারকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি জানার সুযোগ ইহুদি সম্প্রদায়কে দেওয়া উচিত।” এদিকে এ বিষয়ে রথম্যানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গাজায় শিশুদের ‘শত্রু’ আখ্যা দিয়ে রথম্যান বলেছিলেন, “তাদের ‘ইসরায়েলে’ প্রবেশ করতে দেওয়া উচিত নয়, কারণ শরণার্থীর নামে তারা দেশ দখল করতে পারে।” এছাড়া, জুলাইয়ে পশ্চিম তীরে ‘ইসরায়েল’র সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি প্রতীকী প্রস্তাবও কনেসেটে পাশ করিয়েছিলেন তিনি।

রথম্যান পশ্চিম তীরকে ‘জুদিয়া ও সামারিয়া’ নামে উল্লেখ করার জন্য আইন সংশোধনের বিলও প্রণয়ন করেছেন। তার দাবি, এটি বিদেশিদের তৈরি করা ‘ঐতিহাসিক অন্যায়’ সংশোধন করবে এবং ওই অঞ্চলের সঙ্গে ইহুদিদের ঐতিহাসিক সম্পর্ককে আরও জোরদার করবে।

এছাড়া, তিনি ‘ইসরায়েলে’ সুপ্রিম কোর্টের রায় বাতিল করার ক্ষমতা কনেসেটকে দেওয়ার উদ্যোগের অন্যতম নকশাকার ছিলেন। ন্যায়বিচার ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বাড়ানোর এই প্রস্তাব ২০২৩ সালে ‘ইসরায়েলে’ ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল।

Link copied!