এবার চীন-রাশিয়া দু’দেশকে একে অপরের জন্মগত শত্রু বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ জো বাইডেন এমন অনেক কিছুই করেছে, যা একেবারে অকল্পনীয়। তিনি রাশিয়া-চীনকে এক জোট হতে সহায়তা করেছেন। যা ভালো ছিলো না। মূলত রাশিয়া চীন একে অপরের জন্মগত শত্রু।’
এ সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, রাশিয়ার বিশাল ভূখণ্ড চীনের অধিক জনসংখ্যাকে পুনর্বাসিত করতে দরকার। কিন্তু নিছক বোকামির কারণে দেশ দুইটা আজ এক হয়ে গেছে। যেখানে তাদের পূর্বশত্রুতা বজায় থাকার কথা।
এদিকে দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর, চীনের ওপর ক্রমবর্ধমান চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্যযুদ্ধে নতুন করে শুল্ক আরোপ করছেন বেইজিংয়ের ওপর। যা নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে দুইদেশের। আলোচনা চলাকালীন ১০ নভেম্বর পর্যন্ত আরোপিত অধিক শুল্ক স্থগিত রেখেছে মার্কিন প্রশাসন।
অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ট সম্পর্কে জড়াচ্ছে রাশিয়ার সাথে । ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে, মস্কোর ওপর নতুন করে কোন নিষেধাজ্ঞা আরোপ করেনি ওয়াশিংটন। সবশেষ আলাস্কায় ৬ বছর পর দেখা হলো দু্ই প্রেসিডেন্টের। সেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসলেও একে ট্রাম্প পুতিনের ব্যক্তিগত সম্পর্কের উন্নতির পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকেরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন