ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। বৃহস্পতিবার ৬.২ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। নতুন এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, এই কম্পন এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাবে ভারতের দিল্লি, জম্মু ও কাশ্মীর এবং আশেপাশের অঞ্চলগুলোতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।
কম্পনের তীব্রতা বেশি হওয়ায় সেখানকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে ভারতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। সেই ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, এবং আহত হয়েছেন প্রায় ৩ হাজার ৬০০ জন।
সেই প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন