ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি সফরের ব্যয় নিয়ে দেশটিতে তীব্র সমালোচনা শুরু হয়েছে। মাত্র ১২ ঘণ্টার সফরে মোদি সাড়ে ১৫ কোটি রুপি খরচ করেছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) কংগ্রেসের কেরালা ইউনিট জানিয়েছে, মোদি সৌদিতে মাত্র ১২ ঘণ্টা অবস্থান করে ১৫ কোটি ৫৪ লাখ রুপি খরচ করেছেন। যার মধ্যে হোটেলের জন্যই খরচ হয়েছে ১০ কোটি রুপি।
মহারাষ্ট্রভিত্তিক অধিকারকর্মী অজয় বসুদেব বোস মোদির সৌদি সফরের খরচ জানতে চেয়েছিলেন। তার প্রশ্নের জবাবে জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেল জানিয়েছে, মোদির সফরে মোট খরচের মধ্যে হোটেলের জন্যই ১০ কোটি রুপি ব্যয় হয়েছে।
কংগ্রেসের দাবি অনুযায়ী, প্রতি ঘণ্টায় খরচ হয়েছে প্রায় ১ দশমিক ২৫ কোটি রুপি, যার মধ্যে হোটেল ভাড়ার অংশ মাত্র ১০ দশমিক ২ কোটি রুপি।
এ প্রসঙ্গে অধিকারকর্মী অজয় বসুদেব বোস এক্সে বলেন, ‘সৌদিতে কয়েক ঘণ্টার জন্য এটি অস্বাভাবিক খরচ। শুধু হোটেলের জন্য ১০ কোটি রুপি খরচ করা কেন্দ্র সরকারের পক্ষ থেকে চমকপ্রদ বিষয়। মোদির এই অতিরিক্ত ব্যয় নিয়ে প্রশ্ন তো করা উচিত।’
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে মোদি সৌদিতে সফর করেন। ওই সময় জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন, যার পরিপ্রেক্ষিতে সফর সংক্ষিপ্ত করে ভারতে ফেরেন তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন