শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৫:৫২ পিএম

নিভে গেল শিশু তালহার স্বপ্ন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৫:৫২ পিএম

আবু তালহা। ছবি- রূপালী বাংলাদেশ

আবু তালহা। ছবি- রূপালী বাংলাদেশ

দিনাজপুরের বীরগঞ্জের রঘুনাথপুর গ্রামের সাত বছরের শিশু আবু তালহা অবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশে। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিল শিশুটি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিল আবু তালহা। শিশুটিরকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিল এলাকাবাসী। গ্রামের মানুষ নিজেদের সামর্থ্য মতো সহযোগিতা করেছে। বিশেষ করে জামান ও রবিউল শিশুটির চিকিৎসার জন্য দিনরাত ছুটেছেন। চিকিৎসার টাকার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন ছড়িয়ে পড়েছিল। একসময় আশার আলোও জেগেছিল। তবে  সবাইকে কাঁদিয়ে চলে গেল আবু তালহা।

শিশুটির মৃত্যুতে গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। সবার মুখে শুধু হতাশা ও কান্না।

প্রতিবেশী ইউসুফ আলী জানান, ‘সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কান্নার শব্দ শোনা গেছে। তালহা সবার প্রিয় ছিল। তার হাসি এখন শুধু স্মৃতি।’

আবু তালহা স্বপ্ন দেখেছিল সুস্থ হয়ে আবার মাদ্রাসায় ফিরে যাবে, বন্ধুদের সঙ্গে বসবে ক্লাসে, মুখস্থ করবে কোরআনের আয়াত। কিন্তু সেই স্বপ্ন আজ অপূর্ণই থেকে গেল। নিভে গেল এক নিষ্পাপ শিশুর জীবন প্রদীপ।

তালহার খালা কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমরা শুধু চাই সবাই দোয়া করুক, আল্লাহ যেন আমার তালহাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’

Link copied!