ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ‘বাবা’ পরিচয়ে প্রতারণা ও ধর্মান্তর কার্যক্রমের অভিযোগে বাংলাদেশিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘কালনেমি’ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার পুলিশ মহাপরিদর্শক (আইজি) নিলেশ আনন্দ ভরাণে এক সংবাদ সম্মেলনে জানান, জুলাই থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত রাজ্যে ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যাদের মধ্যে ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইজি ভরাণে জানান, অভিযানে গ্রেপ্তার হওয়া একজন বাংলাদেশি নাগরিক ‘ডাক্তার অমিত কুমার’ নাম ব্যবহার করে সেলাকুই এলাকায় বসবাস করছিলেন। গত আট বছর ধরে তিনি ভুয়া কাগজপত্র ব্যবহার করে এই কাজ করে আসছিলেন।
এ ছাড়া, জম্মু-কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা ইফরাজ আহমেদ লোলুকে সেলাকুই থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ধর্মীয় পরিচয় গোপন করে দিল্লির ধনী ব্যবসায়ী ‘রাজ আহুজা’ পরিচয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন।
এই অভিযানের নাম রাখা হয়েছে ‘কালনেমি’। হিন্দু পুরাণ অনুযায়ী, কালনেমি ছিলেন রাবণের মামা মরীচির পুত্র। তিনি সাধু সেজে হনুমানকে ‘সঞ্জীবনী বুটি’ আনতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। মহাভারত অনুযায়ী পরবর্তী সময়ে তিনি কংস হিসেবে জন্ম নিয়েছিলেন, যিনি ছিলেন ভগবান কৃষ্ণের মামা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন