দখলদার ইসরায়েলের ‘স্থল হামলা’ প্রতিহত করতে প্রতিরোধ যোদ্ধাদের গাজা সিটিতে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন হামাসের কমান্ডার ইজ আল-দ্বীন হাদাদ। হামাসের সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এমন সময় হাদাদের এ বার্তা আসল, যখন গাজা সিটি দখলের প্রস্তুতি নিচ্ছে ‘ইসরায়েল’।
হামাস যোদ্ধাদের পাঠানো এক বার্তায় এ কমান্ডার জানিয়েছেন, যুদ্ধের সম্মুখভাবে তিনি নিজে উপস্থিত থাকবেন। এ ছাড়া গাজা সিটিতে ‘ইসরায়েলি’ সেনাদের সঙ্গে কয়েক মাস যুদ্ধ করতে হতে পারে বলেও জানান তিনি।
গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীও তাদের যোদ্ধাদের গাজা সিটিতে অবস্থানের নির্দেশ দিয়েছে। কেউ নির্দেশনা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কতা দেওয়া হয়েছে।
প্রায় এক মাস ধরে গাজা সিটিতে হামলার হুমকি দিয়ে আসছে ‘ইসরায়েল’। শুধুমাত্র এ শহরটিতেই ১০ লাখ মানুষ বাস করেন। সেখানকার সাধারণ মানুষকে সরে যেতে বলেছে দখলদাররা। তবে বেশিরভাগ মানুষ ‘ইসরায়েলি’দের কথা শোনেনি।
‘ইসরায়েলি’ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত পরশু পুরো গাজা সিটি থেকে সব মানুষকে সরে যেতে বলেছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেছেন, গাজা থেকে সরে যাওয়ার এটিই শেষ সুযোগ।
এদিকে হামাস ও ‘ইসরায়েল’-এর যুদ্ধ থামাতে নতুন করে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ নিয়ে কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসেছিলেন হামাসের শীর্ষস্থানীয় নেতারা। ওই সময় দোহায় হামলা চালায় ‘ইসরায়েল’। এরপর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন