ন্যাটোভুক্ত দ্বিতীয় দেশ হিসেবে রোমানিয়া জানিয়েছে, রাশিয়ান একটি ড্রোন তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে।
এর আগে বুধবার পোল্যান্ড জানিয়েছিল যে, তাদের আকাশসীমায় প্রবেশ করা তিনটি রাশিয়ান ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে।
এখন রোমানিয়া দাবি করেছে, শনিবার ইউক্রেন সীমান্তের কাছে তাদের যুদ্ধবিমান তদারকি করছিল। সেই সময় তারা একটি একটি রাশিয়ান ড্রোন শনাক্ত করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই অনুপ্রবেশের ঘটনা কেনো ভুল নয়, বরং সেটা রাশিয়ার যুদ্ধ বিস্তৃতি করার চেষ্টা।
তবে রোমানিয়ার দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।
সূত্র: বিবিসি

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন