যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৮০তম অধিবেশন শুরু হয়। এ সময় সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। তারপর অধিবেশনে কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। জাতিসংঘের দীর্ঘদিনের রীতি অনুযায়ী অধিবেশনে সদস্য দেশগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের সরকার প্রধান।
লুলা দা সিলভার পর বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তৃতার শুরুতে জাতিসংঘের টেলিপ্রম্পটার কাজ করছে না বলে জানান তিনি।
এর আগে সূচনা বক্তব্যে জাতিসংঘের মহাসচিব গাজা, সুদান এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা পুনর্ব্যক্ত করতে বলেছেন তিনি। গুতেরেস বলেন, এই আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার ওপরই সৃষ্টি হয়েছে জাতিসংঘ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন