অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছে তিন শতাধিক অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। বুধবার (২৪ সেপ্টেম্বর) ইহুদি নববর্ষ উপলক্ষে টানা দ্বিতীয় দিনের মতো এমন অনুপ্রবেশের ঘটনা ঘটল।
ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ভোরের দিকে ইসরায়েলি পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে ৩২৮ জন বসতি স্থাপনকারী প্রাঙ্গণে ঢুকে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। কর্তৃপক্ষ আরও আশঙ্কা প্রকাশ করেছে, দুপুরের নামাজের পর নতুন দল প্রবেশ করতে পারে।
তিন দিনের এ ছুটি সোমবার শুরু হয়ে বুধবার শেষ হবে। এই সময়ে চরমপন্থি ইহুদি গোষ্ঠীগুলো বড় আকারে অনুপ্রবেশের ডাক দিয়েছিল। গত দুই দিনে মোট ৮৪৩ জন বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে প্রার্থনা, আচার-অনুষ্ঠান এবং নৃত্য পরিবেশন করে।
আল-আকসা মসজিদ মুসলিমদের কাছে বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে ইহুদিরা এটিকে টেম্পল মাউন্ট বলে দাবি করে। এবং তাদের বিশ্বাস, এখানেই প্রাচীন দুটি ইহুদি মন্দির ছিল।
২০০৩ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ পুলিশ পাহারায় বসতি স্থাপনকারীদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিচ্ছে। ফিলিস্তিনিদের অভিযোগ, বিশেষত ইহুদি ছুটির সময় এ ধরনের অনুপ্রবেশ বেড়ে গেছে, যা পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের মাধ্যমে আরব ও ইসলামি পরিচয় মুছে ফেলার বৃহত্তর প্রচেষ্টার অংশ।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ হাজারের বেশি।
গত জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত এক ঐতিহাসিক রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি খালি করার আহ্বান জানায়।
সূত্র: আনাদোলু
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন