বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৮:০২ পিএম

ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৮:০২ পিএম

বাংলাদেশ ও ভারত। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও ভারত। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে এই ম্যাচ।

এদিকে, পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে। টি-টোয়েন্টিতে ১৬ বারের দেখায় বাংলাদেশের জয় মাত্র একটিতে। তবে এটাই বাংলাদেশ-ভারত ম্যাচের সম্পূর্ণ চিত্র নয়।

কারণ, বাংলাদেশ যে ১৬টি ম্যাচে হেরেছে, তার মধ্যে ৮০ শতাংশ ম্যাচেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। অনেক ‘ক্লোজ ম্যাচ’-এ হেরেছে টাইগাররা। অর্থাৎ পরিসংখ্যানের চেয়ে মাঠে দু’দলের লড়াইয়ের তীব্রতাই এখানে বড় কথা।

ভারত ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘আমরা ভারতকে হারাতে পারি। এটা নির্দিষ্ট একটি ম্যাচ। নিজেদের দিনে সেরা খেলাটা খেলতে পারলে ভারতকে হারানো অসম্ভব নয়।’

তিনি আরও মনে করিয়ে দেন, প্রত্যেক দলেরই ভারতকে হারানোর ক্ষমতা আছে। শ্রীলঙ্কা ম্যাচের পর পাওয়া বিরতি কাজে লাগাতে হবে।

এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাতের মতো দলগুলো ভারতের সামনে দাঁড়াতে পারেনি। তবে আজকের প্রতিপক্ষ বাংলাদেশ ভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।

বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান। 

রূপালী বাংলাদেশ

Link copied!