যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় অবস্থিত ‘অ্যাকিউরেট অ্যানার্জেটিক সিস্টেমস’ নামের কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে বড় বিস্ফোরণ এবং পরে ধারাবাহিক ছোট বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ঘটনাস্থলে প্রবেশ করতে পারেননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, ন্যাশভিল শহর থেকে প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই কারখানায় সামরিক কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরি ও পরীক্ষা করা হয়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, এটি আটটি ভবন নিয়ে গঠিত।
স্থানীয় শেরিফ ক্রিস ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের বেশ কয়েকজন কর্মী এখনো নিখোঁজ। আমরা পরিবারগুলোর প্রতি সহানুভূতি জানাচ্ছি। কয়েকজনের মৃত্যু নিশ্চিত হয়েছে।’ তবে নিহতের সঠিক সংখ্যা তিনি জানাননি। বিস্ফোরণের কারণও এখনো নির্ধারণ করা যায়নি; তদন্তে কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউটিভিএফ–এর আকাশচিত্রে দেখা গেছে, পাহাড়চূড়ায় অবস্থিত কারখানাটির একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারপাশে ছাই ও পোড়া গাড়ির খোলস পড়ে আছে। শেরিফ ডেভিস জানান, বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি না থাকলেও ছোট ছোট বিস্ফোরণ এখনো শোনা যাচ্ছে।
হিকম্যান কাউন্টি জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ধারাবাহিক বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ভবনের ভেতরে ঢুকতে পারেননি। আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
নিকটবর্তী শহর ম্যাকইওয়েনের মেয়র ব্র্যাড র্যাচফোর্ড বলেন, ‘এটি আমাদের সম্প্রদায়ের জন্য একটি বড় ট্র্যাজেডি।’
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে তাদের বাড়িঘর কেঁপে ওঠে। কেউ কেউ বাড়ির সিসিটিভি ক্যামেরায় সেই শব্দ রেকর্ড করেছেন। স্থানীয় বাসিন্দা জেন্ট্রি স্টোভার বলেন, ‘আমি ঘুম থেকে উঠে ভাবলাম, আমার ঘর ভেঙে পড়েছে। কয়েক সেকেন্ড পর বুঝলাম, শব্দটি নিশ্চয়ই অ্যাকিউরেট অ্যানার্জেটিকের দিক থেকেই এসেছে।’
টেনেসি জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, ঘটনাস্থলে আহতের খবর পাওয়া গেছে, তবে সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। তদন্ত ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন