ভেনেজুয়েলা সীমান্তের কাছে বোমা হামলায় ৯ গেরিলা যোদ্ধাকে হত্যা করেছে কলম্বিয়ার সেনাবাহিনী। শুক্রবার (১৪ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য প্রকাশ করে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আরাউকা প্রদেশে পরিচালিত এই অভিযানটি কোকেনপাচারে জড়িত বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র আক্রমণের অংশ। কারণ দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো অপরাধীদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার জন্য সমালোচিত হয়েছিলেন।
কলম্বিয়ার সামরিক বাহিনী এই সপ্তাহে আমাজন অঞ্চলে বিমান হামলা চালিয়েছিল। ওই হামলায় প্রাক্তন এফএআরসি স্প্লিন্টার গোষ্ঠীর ১৯ সদস্য নিহত হয়েছিল। কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট সশস্ত্র কোকেন-পাচারকারী গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু না করায়, এ নিয়ে নির্বাচনপূর্ব সমালোচনা এবং মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিলেন।
অক্টোবরে ওয়াশিংটন পেট্রো, তার স্ত্রী, ছেলে এবং একজন শীর্ষ সহযোগীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের বিরুদ্ধে মাদক কার্টেলদের সহায়তা করার অভিযোগ আনা হয়। মার্কিন সরকার মাদকপাচারের সঙ্গে পেট্রোর সরাসরি যোগসূত্রের কোনো প্রমাণ দেয়নি।
পেট্রো ২০২২ সালে ক্ষমতায় আসার পর থেকেই শক্তিশালী, সশস্ত্র এবং কোকেইন উৎপাদনকারী গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে তাদের সঙ্গে আলোচনার পথ বেছে নিয়েছিলেন। তিনি সাংবিধানিকভাবে পুনরায় প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না, তবে সাম্প্রতিক সমালোচনার ফলে আগামী বছরের নির্বাচনে তার রাজনৈতিক মিত্রদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন