বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান নির্বাচন যদি ১৪, ১৮ ও ২৪ সালের মতো হয়, তাহলে দেশের মানুষের ভাগ্যে আবারও দুর্ভোগ নেমে আসবে। এ থেকে উত্তরণে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনার জিরো পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা-৫ আসন (ডুমুরিয়া-ফুলতলা) থেকে সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম পরওয়ার শোভাযাত্রাটি নেতৃত্ব দেন, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে নিরপেক্ষ থাকুন। যে কোনো প্রার্থী যেন সমান সুযোগ পায়। অতীতে বিশেষ দলের পক্ষে কাজ করা অনেক কর্মকর্তা এখন বিচার মুখে পড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাই এবার যারা এই ভুল করবেন, তাদেরও পালানোর পথ থাকবে না।
তিনি আরও বলেন, নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত করতে হবে। যারা অতীতে অন্যায় করেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে। গত ৫৪ বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু দেশের দরিদ্র মানুষের সত্যিকারের উন্নতি হয়নি। তাই এবার আমরা কোরআনের বিধানের আলোকে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চাই।
গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। নতুন প্রজন্ম ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন আনার পথ তৈরি করেছে। তিনি বিশ্বাস করেন, আগামী নির্বাচনে সেই পরিবর্তন পাল্টে যাবে জাতীয় পরিসরে।
সভায় উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীরা।

-20251115152418.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন