শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৪:৩২ পিএম

মাহমুদ মানজুরের বইয়ে ১২ গীতিকবির জীবনচিত্র

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৪:৩২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঘটা করে প্রকাশ হলো দেশের ১২ জন শীর্ষ গীতিকবিকে নিয়ে লেখা জীবনীভিত্তিক গ্রন্থ ‘গীতিজীবন’। গ্রন্থটি লিখেছেন গীতিকবি ও সাংবাদিক মাহমুদ মানজুর। এটি প্রকাশ করেছে আজব।
 
শুক্রবার (১৪ নভেম্বর) আজব প্রকাশের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানের বিশেষ উপহার হিসেবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার ভেতরে।

এদিন সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘গীতিজীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন দেশের অন্যতম তিন গীতিকবি মুনশী ওয়াদুদ, লিটন অধিকারী রিন্টু ও কবির বকুল, লেখক মাহমুদ মানজুর, প্রকাশক জয় শাহরিয়ারসহ সংগীত ও সাহিত্য জগতের অনেকেই।
 
৬০০ টাকা মূল্যের এই গবেষণা ও সাক্ষাৎকারধর্মী জীবনালেখ্যতে স্থান পেয়েছে মোহাম্মদ রফিকউজ্জামান, মুনশী ওয়াদুদ, মনিরুজ্জামান মনির, লিটন অধিকারী রিন্টু, নাসির আহমেদ, জাহিদুল হক, শহীদ মাহমুদ জঙ্গী, কবির বকুল, আসিফ ইকবাল, শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল এবং গাজী মাজহারুল আনোয়ার-এর জীবনচিত্র।
 
‘গীতিজীবন’ প্রসঙ্গে লেখক মাহমুদ মানজুর বলেন, ‘টানা ২৫ বছর ধরে লিখছি। সংবাদমাধ্যম ও গীতিকবিতায়।  বছর তিনেক ধরে তাগিদ অনুভব করলাম, একটা দরকারি গ্রন্থ তৈরি করার। যেটা কেউ করেনি আগে। সেই বিবেচনায় দেশের শীর্ষ ১২ জন স্বনামধন্য গীতিকবির জীবনচিত্রের প্রায় পুরোটাই তুলে ধরার চেষ্টা চালিয়েছি এই গ্রন্থের মাধ্যমে। গীতিকবিদের নিয়ে এই ধারাবাহিকতা আমি সামনেও রক্ষা করতে চাই।’


 
এদিকে, মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসা বিশেষ অতিথি মুনশী ওয়াদুদ মনে করেন, এমন গ্রন্থ বর্তমান প্রজন্মের জন্য তো বটেই, বাংলা সংগীত ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

তার ভাষায়, ‘মাহমুদ মানজুর দিনের পর দিন খেটে আমাদের সঙ্গে কথা বলে তিল তিল করে অসম্ভব ধৈর্য নিয়ে এই অসাধ্য সাধনটি করেছেন। যেটি গ্রন্থের পাতাগুলোতে চোখ রাখলেই স্পষ্ট হয়।  আমি এই গ্রন্থের একজন অংশীদার হতে পেরে সুখ বোধ করছি।’
 
একই ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আরেক কিংবদন্তি গীতিকবি লিটন অধিকারী রিন্টু।

তার ভাষায়, ‘এই গ্রন্থে আমার জীবনের গল্পটি যেভাবে তুলে ধরেছেন লেখক, সেটি পড়লে আমি নিজেও আবেগতাড়িত হয়ে পড়ি। কারণ, আমি নিজেও নিজের জীবনটাকে এভাবে উল্টে দেখিনি। তাই নয়, এই গ্রন্থের যে মানুষগুলোর জীবনচিত্র লেখক তুলে ধরেছেন, তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ মানুষ। তাদের সম্পর্কেও আমি কতো অজানা তথ্য জানতে পারলাম, সেটি ভাবা যায় না। সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশ সংগীত ইতিহাসের এক অসামান্য দলিল হয়ে থাকবে এই গ্রন্থটি।’
 
প্রকাশক জয় শাহরিয়ার জানান, আজব প্রকাশের ৫ম বর্ষপূর্তি উৎসবের বিশেষ উপহার হিসেবে ‘গীতিজীবন’ প্রকাশ করা হলো। যা প্রকাশনীর নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র ছাড়াও পাওয়া যাবে রকমারিসহ গ্লোবাল ডিজিটাল আউটলেটগুলোতে।

রূপালী বাংলাদেশ

Link copied!