পাকিস্তানের একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, সিন্ধ প্রদেশের হায়দরাবাদ শহরে আতশবাজি প্রস্তুতের একটি ভবন ধসে পড়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। পুলিশ জানায়, উদ্ধারকারীরা নিহত ও আহতদের হাসপাতালে নিয়ে গেছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে কারখানাটির আতশবাজি উৎপাদনের অনুমতি ছিল কি না এবং তারা নিরাপত্তাবিধি মেনে চলছিল কি না। পাকিস্তানে আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটে। গত আগস্টে করাচির একটি আতশবাজি সংরক্ষণস্থলে বিস্ফোরণে পাঁচজন নিহত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন