গাজায় ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে দফায় দফায় হামলা চালাচ্ছে। এতে প্রায় ৩৪২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু, নারী এবং বয়স্ক লোকজন।
গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ইসরায়েলি দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তির ক্রমাগত গুরুতর এবং পদ্ধতিগত লঙ্ঘনের তীব্র নিন্দা জানাই।’
এসব হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং চুক্তির সঙ্গে সংযুক্ত মানবিক প্রোটোকলের স্পষ্ট লঙ্ঘন। শনিবার ২৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব হামলায় ২৪ জন নিহত এবং আরও ৮৭ জন আহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে ফিলিস্তিনিরা যে মানবিক ও নিরাপত্তাগত পরিণতি ভোগ করছেন তার জন্য ইসরায়েলই দায়ী।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজার তথাকথিত হলুদ রেখার অভ্যন্তরে ইসরায়েলি-অধিকৃত অঞ্চলে হামাসের এক যোদ্ধা ইসরায়েলি সৈন্যদের ওপর আক্রমণ করার পর তারা সর্বশেষ এই হামলা চালিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, হামাসের শীর্ষ পাঁচ সদস্যকে হত্যা করা হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন