ভূমিকম্পজনিত সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দেশের সব তেল ও গ্যাস কূপে খনন কাজ ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে স্থগিত করেছে পেট্রোবাংলা।
এর আগে জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের ডিজিএম তরিকুল ইসলাম। তবে খনন কার্যক্রম বন্ধ থাকলেও গ্যাসের স্বাভাবিক সরবরাহ বজায় থাকবে।
রোববার (২৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ নির্দেশনা জারি করেন।
পেট্রোবাংলা জানায়, জননিরাপত্তা, কর্মীদের সুরক্ষা এবং কূপ খনন ও সিসমিক জরিপ-সংশ্লিষ্ট যন্ত্রপাতি রক্ষার লক্ষ্যে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সব কার্যক্রম স্থগিত থাকবে। পরিস্থিতি অনুকূল থাকলে এরপর খনন ও জরিপ কাজ পুনরায় শুরু হবে।
বাংলাদেশে বর্তমানে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে। বাপেক্সের একটি সূত্র জানায়, ভূমিকম্পের পরপরই চলমান তিনটি গ্যাসকূপের খনন কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসফিল্ড, হবিগঞ্জ গ্যাসফিল্ড এবং সিলেটের কৈলাশটিলা গ্যাসকূপ।
এ ছাড়া দেশে যেসব কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম চলমান আছে সেগুলো হলো—শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১। পাশাপাশি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় চলমান সিসমিক জরিপ কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রেখেছে পেট্রোবাংলা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন