রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৬:৩৯ পিএম

বিচ্ছেদের ১১ বছর পর প্রেমে মজেছেন বাঁধন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৬:৩৯ পিএম

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি- সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি- সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধন দীর্ঘদিন পর আবার প্রেমের সম্পর্কে রয়েছেন। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই নতুন সম্পর্কটি প্রকাশ্যে আনবেন এবং এই মুহূর্তে জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করছেন।

প্রায় ১১ বছর আগে বাঁধনের এবং মাশরুর সিদ্দিকীর বিবাহবিচ্ছেদ ঘটে। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর বাঁধন আর কারো সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি। তবে বিভিন্ন সময়ে প্রেমের সম্পর্কেও জড়িয়েছেন তিনি।

গত বছরের শুরুতে চার বছরের একটি সম্পর্ক ভেঙে গেলে বাঁধন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই সময়ের স্মৃতি নিয়ে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান এবং দেশের সার্বিক পরিস্থিতি, সঙ্গে আমার ব্যক্তিগত ব্রেকআপ—সব মিলিয়ে একেবারে অন্যরকম জীবন ছিল।’

বর্তমানে বাঁধন মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে তার মা-বাবার সঙ্গে বসবাস করছেন। পরিবারের সদস্যরা তাকে বিয়ে নিয়ে কোনো চাপ দেন না। অতীতের ট্রমা কাটিয়ে এখন তিনি কাজ, জীবন ও সন্তানকে নিয়ে সুন্দর সময় উপভোগ করছেন।

বাঁধন বলেন, ‘আমি প্রেমে পড়েছি এবং এখন এই সম্পর্ককে যত্ন করতে চাই। খুব শিগগিরই সবাইকে জানাব।’

চলচ্চিত্রের কাজেও ব্যস্ত থাকবেন তিনি। এরই মধ্যে দুটি কাজ শেষ করেছেন, যা আগামী বছরে মুক্তি পাবে। এ ছাড়া নির্বাচনের পর আরও সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।

উল্লেখ্য, বাঁধন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ ছবির মাধ্যমে, যা কান চলচ্চিত্র উৎসবে দেশের হয়ে ইতিহাস তৈরি করে। এ ছাড়া, তিনি সৃজিত মুখার্জীর ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ এবং বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায়ও তার অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসিত হন।

Link copied!