রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০১:৪৭ পিএম

২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছি: মিম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০১:৪৭ পিএম

বিদ্যা সিনহা মিম।  ছবি- সংগৃহীত

বিদ্যা সিনহা মিম। ছবি- সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। প্রায় দুই বছর ধরে কোনো নতুন কাজ তার দর্শকদের সামনে আসেনি। শেষবার তাকে দেখা গিয়েছিল ২০২৩ সালের অক্টোবরে, জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ ছবিতে। ওটিটিতেও মিম অনুপস্থিত অনেকদিন। মাঝখানে সরকারি অনুদানের ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির শুটিং করলেও সেটিও এখন পর্যন্ত মুক্তির অপেক্ষায়। এরপর আর কোনো নতুন সিনেমা বা ওয়েব কনটেন্টে তার অংশগ্রহণের খবর পাওয়া যায়নি।

তবে বিরতি ভেঙে নতুনভাবে ফিরতে প্রস্তুত মিম। শনিবার (২২ নভেম্বর) একটি ফ্যাশন হাউসের উদ্বোধনে অংশ নিয়ে তিনি এমন কথা জানান।

এই অভিনেত্রী জানান, ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন তিনি। পর্দায় কাজ না থাকলেও ব্র্যান্ড–সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে তিনি নিয়মিত ছিলেন।

তিনি জানান, আগামী বছরই আবার সিনেমা হলে তার নতুন কাজ নিয়ে হাজির হবেন।

মিম ইতোমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। এ ছাড়া তার হাতে আরও কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ রয়েছে, যা ধীরে ধীরে সামনে আসবে।

বিদ্যা সিনহা মিম জানান, দুই বছরে তার কোনো কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা। অবশেষে সেই অপেক্ষার প্রাপ্তি মিলছে। আগামী মাসেই তার নতুন কাজগুলোর ঘোষণা আসবে।

মিম অভিনীত সর্বশেষ তুমুল আলোচিত সিনেমা রায়হান রাফির ‘পরাণ’। ২০২২ সালে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘পরান’ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। একই নির্মাতার ‘দামাল’ সিনেমায়ও তার অভিনয় প্রশংসিত হয়। পরের বছর তিনি অভিনয় করেন দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ।

মিম দীর্ঘদিন ধরেই ‘ইউনিসেফ’-এর অ্যাম্বাসাডর হিসেবে কাজ করে আসছেন।

এ ছাড়া তিনি ‘সেইলর’, ‘ওয়ালটন’, ‘বিকাশ’,‘ বাটা’, ‘বার্জার পেইন্টস’, ‘হারলেন কসমেটিকস’, ‘ইমামি সেভেন ওয়েলস’, ‘ক্ল্যাসিক্যাল হোম টেক্স’, ‘জেসিএক্স ডেভেলপম্যান্ট লিমিটেড’ ‘লাক্স’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!