রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৪:০৩ পিএম

দিনাজপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৪:০৩ পিএম

আটক মহিদুল ইসলাম। ছবি: রূপালী বাংলাদেশ

আটক মহিদুল ইসলাম। ছবি: রূপালী বাংলাদেশ

দিনাজপুরের বীরগঞ্জ থানার অপহরণপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামিকে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ময়মনসিংহ র‌্যাবের একটি যৌথ দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার অষ্টধার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

র‌্যাব রোববার (২৩ নভেম্বর) জানায়, প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীটি অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানি ও সব ধরনের সংঘবদ্ধ ও মারাত্মক অপরাধ প্রতিরোধে অবিচলভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বীরগঞ্জ থানায় দায়ের করা একটি অপহরণপূর্বক ধর্ষণ মামলার তদন্তে র‌্যাব সক্রিয় ভূমিকা নিয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মো. মহিদুল ইসলাম (২৪) বিয়ের প্রলোভনে ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ভিকটিমকে নানা বাড়িতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে।

পরে অপকর্ম ঢাকতে ভিকটিমকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বিবাহ বহির্ভূতভাবে দীর্ঘদিন সংসার করতে বাধ্য করে এবং শারীরিক নির্যাতন চালায়।

ভিকটিম বিয়ের কথা বললে আসামি কালক্ষেপণ করতে থাকে। ভিকটিমের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে আসামির বাড়িতে গেলে তার পিতা-মাতা তা প্রত্যাখ্যান করে এবং খারাপ আচরণ করে। পরে ভিকটিম নিজেই বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে ছিল। তাকে গ্রেপ্তারের জন্য র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং অষ্টধার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপহরণ, ধর্ষণ ও অন্যান্য অপরাধ প্রতিরোধে র‌্যাব দৃঢ়ভাবে কাজ করে যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!