চলমান ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান তার ব্যাটিং কীর্তির মাধ্যমে জাতীয় দলে সুযোগকে সার্থক করে তুলেছেন। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ঝড়ো ৮০ রান করে তিনি পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল জয়ের বন্দরে পৌঁছে দেন।
ফারহানের এই ইনিংসের মধ্যে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। বিশেষ তা হলো, চলতি বছরে এক পঞ্জিকা বছরেই তিনি ১০২টি ছক্কার কীর্তি গড়ে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন। বিশ্বে মাত্র ১২ জন ব্যাটার এই কীর্তি ছুঁয়েছেন।
টস হেরে আগে ব্যাট করা শ্রীলঙ্কা ৭ উইকেটে ১২৮ রানে থামে। জবাবে পাকিস্তান ফারহানের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৭ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে নিয়ে জয় নিশ্চিত করে।
২০২৫ সালের টি–টোয়েন্টিতে ফারহানের এই ছক্কা সংখ্যা বিশ্বে মাত্র দুইজন—করনবির সিং (১২২) ও ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান (১০৩)—ছাড়া আর কারো নেই। এছাড়া এ বছর ফারহান ১৫টি অর্ধশতকের রেকর্ডে করনবির ও পুরানের সঙ্গে জয়েন্ট অবস্থানে রয়েছেন।
ফারহানের এই ৮০ রানের ইনিংস পাকিস্তান-শ্রীলঙ্কার ইতিহাসেও বিশেষ। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল শোয়েব মালিকের ৫৭ রান (২০০৭ বিশ্বকাপ, জোহানেসবার্গ), যা ভেঙে নতুন রেকর্ড গড়লেন ফারহান। এছাড়া একই ম্যাচে তার ৫ ছক্কা শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে পাকিস্তানি ব্যাটারের সর্বোচ্চ।
এশিয়া কাপেও পাকিস্তানের সেরা রান সংগ্রাহক ছিলেন ফারহান। দুটি ফিফটি এবং ভারতের বিপক্ষে ফাইনালে ৪০ রানের ইনিংসসহ পুরো আসরে তার সংগ্রহ ছিল ২১৭ রান। জাতীয় দলে প্রথম চারটি টি–টোয়েন্টিতে শুরুতে ব্যর্থতা কাটিয়ে এখন ধারাবাহিকভাবে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন ফারহান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন