ভারতের পূর্ণকালীন ওয়ানডে ও টেস্ট অধিনায়ক শুভমান গিল আসন্ন তিন ম্যাচের দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে যে, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে গিলকে আরও বিশ্রামে রাখা হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডের জন্য গিলকে দলে রাখা হচ্ছে না। ডক্টররা তাকে আরও বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং বিসিসিআই মেডিকেল টিম তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
শুধুমাত্র গিলই নন, বড়সড় পাঁজরের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় এই সিরিজে থাকছেন না অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াস আইয়ারও। এই দুইজনের অনুপস্থিতিতে ভারতীয় দলকে আফ্রিকার বিপক্ষে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক নিয়েই নামতে হবে।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ওয়ানডে সিরিজে ভারতের নেতৃত্বের জন্য তিনটি নামই বোর্ডের বিবেচনায় রয়েছে—কেএল রাহুল, ঋষভ পান্ত ও অক্ষর প্যাটেল।
কেএল রাহুল নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকলেও টেস্ট দলের জন্য গুয়াহাটি টেস্টে অধিনায়ক হওয়ায় ঋষভ পান্তকেও গুরুত্ব দিয়ে ভাবছে বোর্ড। এ ছাড়া স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলও নেতৃত্বের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন