রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০২:৩২ পিএম

টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে তাসকিন, ফিরছে সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০২:৩২ পিএম

তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন। ছবি- সংগৃহীত

তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন। ছবি- সংগৃহীত

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তারকা পেসার তাসকিন আহমেদকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। তার অনুপস্থিতিতে দলে ডাক পেতে পারেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বিসিবির একটি সূত্রে জানা গেছে, বর্তমানে আবুধাবি টি-টেন এবং এরপর ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আইএল টি-টোয়েন্টিতে অংশ নেওয়ায় তাসকিন আহমেদের পক্ষে জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ড সিরিজে খেলা সম্ভব হচ্ছে না।

খেলোয়াড়ের খেলার ধকল এবং বিশ্রামের কথা মাথায় রেখেই বিসিবি তাসকিনকে এই সিরিজে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে।

তাসকিনের জায়গায় দলে ডাক পেতে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ছিলেন না।

ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ২৯ বছর বয়সী এই পেস অলরাউন্ডার ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরতে পারেন।

এদিকে, আরেকটি বড় জল্পনা হলো বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দেওয়া হতে পারে। যদি শেষ পর্যন্ত মুস্তাফিজ এই সিরিজে না খেলেন, তবে তার পরিবর্তে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে তরুণ পেসার হাসান মাহমুদ ডাক পেতে পারেন।

অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়া শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান— উভয়েই আয়ারল্যান্ড সিরিজের আগেই ফিট হয়ে উঠেছেন। ফলে তাদের এই সিরিজে খেলতে কোনো বাধা নেই।

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!