মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে অতিরিক্ত ২০ মিনিট বোলিং করেও আয়ারল্যান্ডের লেজ ছেঁটে দিতে পারল না স্বাগতিকরা। কার্টিস ক্যাম্ফারের অনবদ্য দৃঢ়তায় লাঞ্চ-বিরতির পরেও উইকেট ধরে রেখে লড়ছে সফরকারীরা।
নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট দেরিতে, ১১টা ৫০ মিনিটে লাঞ্চে যায় দুই দল। এই সেশনসহ দ্বিতীয় সেশনের শুরুতেও বাংলাদেশের বোলারদের সামনে দেয়াল তুলে ধরেছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার।
এদিন দিনের খেলা শুরু করেছিলেন ক্যাম্ফার ও অ্যান্ডি ম্যাকব্রাইন। তাইজুল ইসলামের বলে ম্যাকব্রাইন (২১) ফিরলে ২৬ রানের এই জুটি ভাঙে। এরপর জর্ডান নেইলের সঙ্গে আবারও ৮৫ বলে ৪৮ রানের মূল্যবান জুটি গড়েন ক্যাম্ফার।
নেইলকে (৩০) ফেরানোর মাধ্যমে মেহেদী হাসান মিরাজ আইরিশদের গুটিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন। কিন্তু টাইগার বোলারদের হতাশ করে ক্যাম্ফার এবার জুটি গড়েন গ্যাভিন হোয়ের সঙ্গে।
লাঞ্চ-বিরতি পর্যন্ত এই জুটি ৬৯ বলে ২৬ রান যোগ করে। তবে বিরতির পরও একই চিত্র। গ্যাভিন হোকে সাথে নিয়ে ক্রিজে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ক্যাম্ফার।
বাংলাদেশের জয়ের জন্য মাত্র দুটি উইকেট প্রয়োজন হলেও, ক্যাম্ফারের 'ক্যাম্পিং' যেন থামানোই যাচ্ছে না। অন্যদিকে, বাংলাদেশ যত দ্রুত সম্ভব এই দুটি উইকেট তুলে নিয়ে সিরিজ নিজেদের করতে চাচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আয়ারল্যান্ড তাদের ইনিংসকে টিকিয়ে রেখে ম্যাচ ড্র করার দিকে মনোযোগ দিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন