বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৭:২৯ পিএম

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৭:২৯ পিএম

হংকংয়ের অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন। ছবি- সংগৃহীত

হংকংয়ের অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন। ছবি- সংগৃহীত

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় একাধিক বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আহত কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে এ অগ্নিকাণ্ড ঘটে। 

 স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে সংবাদ সম্মেলনে হংকং ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চৌ উইং-ইন জানান, ঘটনাস্থল থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া ছয়জনের মধ্যে আরও চারজন পরে মারা গেছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কমপ্লেক্সের অন্তত তিনটি ভবনের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, একাধিক ভবনের মাচা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ অগ্নি-সতর্কতা জারি করেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করায় পাশের একটি মহাসড়কের অংশ সাময়িক বন্ধ করা হয়েছে।

ফায়ার সার্ভিস বিভাগ জানায়, বাসিন্দাদের ঘরে অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং শান্ত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আগুনের এলাকাজুড়ে লোকজনকে চলাচল না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকার একটি ভবনের মাচায় অগ্নিকাণ্ড ঘটে, যেখানে অন্তত চারজন আহত হন।

Link copied!