বেনিনে প্রেসিডেন্টের মেয়াদ বৃদ্ধি এবং পার্লামেন্টে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির এমপিরা শনিবার (১৫ নভেম্বর) সংবিধান সংশোধন করে পার্লামেন্টে এটি অনুমোদন করেন।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রস্তাবে পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রেসিডেন্টের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। তবে দু’বারের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না- এই আইনটি অপরিবর্তিত থাকবে।
বর্তমান প্রেসিডেন্ট প্যাট্রিস তালোঁ আগামী বছর এপ্রিলে টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর পদ ছাড়বেন। তার সমর্থিত প্রার্থী অর্থমন্ত্রী রোমাল্ড ওয়াদাগনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।
সংবিধান সংশোধনের প্রস্তাবটি সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়। ৯০ জন এমপি প্রস্তাবের পক্ষে এবং মাত্র ১৯ জন বিপক্ষে ভোট দেন।
নবগঠিত সিনেটে অন্তত ২৫ জন সদস্য থাকবেন। এর মধ্যে কিছু সদস্য মনোনীত করবেন বেনিনের প্রেসিডেন্ট। বাকিদের মধ্যে থাকবেন আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সদস্য সাবেক প্রেসিডেন্টরা।

