ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নতুন ভিসায় পরিবারকেও নেওয়া যাবে ওমানে

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১২:৫২ পিএম
শান্তিপ্রিয় দেশ ওমান। ছবি- সংগৃহীত

বিশ্বের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আকৃষ্ট করতে বিশেষ ‘কালচারাল ভিসা’ প্রকল্প চালু করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ ওমান। গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, শিল্প ও সংস্কৃতি খাতে বিদেশি দক্ষজনশক্তি আনার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ওমানের সরকারি কর্তৃপক্ষ জানায়, এই নতুন ভিসার আওতায় আন্তর্জাতিক পর্যায়ের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক কর্মীরা অস্থায়ীভাবে ওমানে কাজ করার সুযোগ পাবেন। ভিসাধারীরা শিল্প ও সাহিত্যবিষয়ক সম্মেলন, উৎসব, বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা এবং শৈল্পিক নির্দেশনার মতো কার্যক্রমে অংশ নিতে পারবেন।

তিনটি মেয়াদে দেওয়া হবে কালচারাল ভিসা

প্রথমটি হলো এক বছরের স্বল্পমেয়াদি, দ্বিতীয়টি পাঁচ বছরের মধ্যমেয়াদি আর তৃতীয়টি হলো ১০ বছরের দীর্ঘমেয়াদি।

মধ্যম ও দীর্ঘমেয়াদি ভিসাধারীদের প্রতিবছর ৫০ ওমানি রিয়াল (বাংলাদেশি প্রায় ১৫ হাজার ৮৮৩ টাকা) ফি দিতে হবে।

রয়েছে পরিবার নেওয়ার বিশেষ সুবিধা

কালচারাল ভিসাধারীরা ওমানে ভ্রমণের সময় তাদের বিবাহিত সঙ্গী এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ- বাবা-মা ও সহোদর ভাইবোনকে সঙ্গে নেওয়ার অনুমতি পাবেন।

ভিসা সক্রিয়করণ ও সতর্কতা

ভিসা ইস্যুর তারিখ থেকে তিন মাসের মধ্যে ভিসাটি সক্রিয় করতে হবে বলে জানিয়েছে ওমান সরকার। এ ছাড়া রয়্যাল ওমান পুলিশ সতর্ক করেছে যে, ভিসার অপব্যবহার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।