জাতীয় দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী অনুশীলনের ফাঁকে ক্যামেরা হাতে মজা করে হয়ে গেলেন ফটোগ্রাফার, ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন হাসি আর ভালোবাসা।
বাংলাদেশ ফুটবলের সবচেয়ে আলোচিত তারকা হামজা চৌধুরী এবার ফুটবলকে সামান্য ছাড়লেন, আর হাতে তুলে নিলেন ক্যামেরা।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে হামজা দেখালেন তার এক নতুন ছন্দ—মজার ছলে হয়ে গেলেন ফটোগ্রাফার।
আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে জাতীয় দলের অনুশীলনে ব্যস্ত ছিলেন হামজা। তবে কয়েক মিনিটের জন্য মাঠের খেলা ভোলা, হাতে ক্যামেরা নিয়ে লেন্সের সামনে ধরা দিলেন তিনি।
লেস্টার সিটির এই মিডফিল্ডার ভক্তদের ভালোবাসাও গ্রহণ করতে ভোলেননি। এক কিশোর ভক্তের হাতে আঁকা নিজের স্কেচে অটোগ্রাফ দেন হামজা, আর হাসিমুখে সাদরে নেন উপহার।


