ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

পাঁচ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে বিমান বাহিনী প্রধান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০১:৫৭ পিএম
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি - সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল শনিবার (১৫ নভেম্বর) পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আইএসপিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারের আমন্ত্রণে তিনি ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন। সফরকালে তিনি দুবাইয়ে অনুষ্ঠিতব্য দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস’ কনফারেন্স ২০২৫ এবং দুবাই এয়ার শো ২০২৫-এ অংশগ্রহণ করবেন।

এ ছাড়া তিনি বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সরকারি সফর শেষে আগামী ২০ নভেম্বর বিমান বাহিনী প্রধান দেশে ফিরবেন।