হংকংয়ে আবারও দেখা দিয়েছে করোনা সংক্রমণ। ৩ মে পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের। আক্রান্তরা ভিড় করছে হাসপাতালে। আর সিঙ্গাপুরে গত সপ্তাহের তুলনায় সংক্রমণ বেড়েছে ২৮% ।
করোনা মহামারী ফিরতে শুরু করেছে।ব্লুমবার্গ দাবি করেছে, হু হু করে বাড়ছে সংক্রমণ হংকং ও সিঙ্গাপুরে।
শুক্রবার (১৬ মে) ভারতীয় একটি সংবাদমাধ্যম এ বিষয়ে জানিয়েছে, ক্রমবর্ধমান সংক্রমণের হারে উদ্বিগ্ন এশিয়ার এই দুই শহর।
হংকংয়ে ৩ মে পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। হাসপাতালে বাড়ছে আক্রান্তদের ভিড়। আর সিঙ্গাপুরে গত সপ্তাহের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে সংক্রমণ। মে মাসের প্রথম সপ্তাহেই তা পৌঁছেছে ১৪ হাজার ২ হাজারে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ৩০ শতাংশ।
আপনার মতামত লিখুন :