ইসরায়েলের পতাকা হাতে নাচার একটি পুরোনো ভিডিও ভাইরাল হওয়ায় মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মেরিন্স কোগোয়া নামের এক তরুণী। তার পরিবর্তে হাইল্যান্ড পাপুয়া প্রদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রানারআপ কারমেন আনাস্তাসিয়া।
বুধবার (২ জুলাই) সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানায়।
মেরিন্স কোগোয়া আগামী ৯ জুলাই অনুষ্ঠেয় মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার কথা ছিল। তবে ২০২৩ সালের মে মাসে ধারণ করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কোগোয়াকে ইসরায়েলের পতাকা হাতে নিয়ে নাচতে দেখা যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশটির জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর আয়োজক কমিটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কোগোয়াকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে নীরবে তার পরিবর্তে রানারআপকে নির্বাচিত করে।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কোগোয়া নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখেন, আমার দুই বছর আগের ভিডিও রিলটি নানাভাবে ব্যাখ্যা করে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বাস্তবতা হলো মিস ইন্দোনেশিয়া-এর সিদ্ধান্ত এমন কিছু মন্তব্যের ভিত্তিতে নেওয়া হয়েছে, যা আমার বিশ্বাসের সঙ্গে যায় না।
তার ইনস্টাগ্রাম বায়োতেও লেখা আছে- ‘আমি ইসরায়েলের পাশে আছি’। তবে এই বিষয়ে আরব নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের শক্তিশালী সমর্থক। দেশটির জনগণ ও সরকার উভয়ই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে তাদের সংবিধানগত উপনিবেশবিরোধী নীতির অংশ হিসেবে দেখে।
ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর দেশজুড়ে ফিলিস্তিনের পক্ষে ব্যাপক সংহতি মিছিল হয় এবং ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে ব্যাপক বয়কট শুরু হয়।