ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির নির্দেশনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০১:৪৯ পিএম
তাজিয়া মিছিল। ছবি- সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২ জুলাই) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ মহররম ১৪৪৭ হিজরি (৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে।

তবে দেখা যায়, এ মিছিলে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে, যা মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে এবং নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি তৈরি করে। এ ছাড়া মিছিলে আতশবাজি ও পটকা ফোটানোও ধর্মীয় ভাবগাম্ভীর্যকে ব্যাহত করে।

এতে বলা হয়, এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং III/১৯৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং যেকোনো ধরনের আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই আদেশ তাজিয়া মিছিল শুরু হতে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।