ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্রী আহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০১:১১ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিনা ত্রিপুরা (২০) নামের এক কলেজছাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়।

আহত রিনা ত্রিপুরা বান্দরবানের থানচি থানার বিদ্যামনি গ্রামের অনজোমনি ত্রিপুরার মেয়ে। তিনি ধানমন্ডির মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও কলেজ হোস্টেলে থাকেন বলে জানা গেছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা জুয়েল ত্রিপুরা জানান, আমার বোন সকালে হোস্টেল থেকে রিকশায় বের হলে অজ্ঞাত দুইজন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এ সময় তারা তার মাথায় ও কাঁধে ছুরি দিয়ে আঘাত করে দুটি ভ্যানিটি ব্যাগ ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) জানান, আজ সকালের দিকে রক্তাক্ত জখম অবস্থায় ওই শিক্ষার্থীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি দেন তাকে। আমরা বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানিয়েছি।