মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের ইয়েসাগিও শহরে সামরিক জান্তা বাহিনীর হামলায় শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। সংবাদমাধ্যম মিয়ানমার নাও শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
শহরের পিপলস ডিফেন্স টিমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইয়েসাগিও শহর থেকে প্রায় ১১ মাইল দক্ষিণে মাউক কা লান গ্রামে একটি স্কুলে প্যারামোটর থেকে চালানো বোমা হামলায় ১৪ বছর বয়সি এক কিশোর নিহত হয় এবং আরও দুজন আহত হয়েছে।
সংগঠনটির এক মুখপাত্র বলেন, ‘গ্রামের পূর্ব অংশে অবস্থিত স্কুলটির কাছে বোমা বিস্ফোরণে ওই কিশোর মারা যায়। হামলার সময় এলাকায় কোনো সংঘর্ষ চলছিল না।’ আহতদের মধ্যে একজন ১৬ বছর বয়সি কিশোরী এবং অপরজন ২৪ বছর বয়সি এক যুবক।
স্থানীয়রা ধারণা করছেন, জান্তা বাহিনী মনে করেছিল স্কুলটি স্থানীয় প্রতিরোধ বাহিনী ব্যবহার করছে। যদিও এলাকায় অন্তত তিনটি সক্রিয় প্রতিরোধ গোষ্ঠী রয়েছে। এদিকে স্কুলে সশস্ত্র গোষ্ঠীর অবস্থানের কথা অস্বীকার করেছে ডিফেন্স টিম।
মাউক কা লানের আশপাশের গ্রামগুলোর মধ্যে সিন চাউং (উত্তরে ৩ মাইল) এবং গোয়ে চো (উত্তর-পশ্চিমে ২ মাইলেরও কম দূরত্বে অবস্থিত) জান্তা-সমর্থিত পিউ সাউ হটি মিলিশিয়াদের ঘাঁটি হিসেবে পরিচিত।
এর দুই দিন আগে, ইয়েসাগিও শহরের দক্ষিণে প্রায় তিন মাইল দূরের কান বেইট গ্রামে জান্তা বাহিনীর আর্টিলারি হামলায় চারজন নিহত হন। আহত হন আরও চারজন।
প্রতিরোধ বাহিনী জানায়, হামলাটি চালানো হয় জান্তার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ২৫৮ ঘাঁটি থেকে, যেটি গ্রামের উত্তরে অবস্থিত। দুটি শেল গ্রামের ওপর আঘাত হানে। প্রথমটি রাত ১০টার দিকে একটি মঠের পাশে বাড়ির কাছে বিস্ফোরিত হয় এবং দ্বিতীয়টি সে সময় আগুন নেভাতে আসা সাধারণ মানুষের ওপর পড়ে।
স্থানীয় সূত্র মিয়ানমার নাও-কে জানায়, ‘নিহতদের মধ্যে সদ্য বিবাহিত এক প্রতিরোধ যোদ্ধা ও তার স্ত্রী ছিলেন। তারা ঘটনাস্থলেই নিহত হন।’
নিহতদের মধ্যে রয়েছেন—একজন ৩২ বছর বয়সি নারী শিক্ষক, ১৭ বছর বয়সি কিশোর, ২০ বছর বয়সি প্রতিরোধ যোদ্ধা এবং তার ২৪ বছর বয়সি স্ত্রী।
যদিও ইয়েসাগিও শহরে জান্তার তিনটি সামরিক ঘাঁটি রয়েছে, তবে জান্তা বাহিনী মূলত শহরের কেন্দ্র এবং তাদের ঘাঁটির আশপাশেই সীমাবদ্ধ রয়েছে। শহরের বাইরের গ্রামগুলো এবং বেশির ভাগ অংশই এখন প্রতিরোধ বাহিনীর নিয়ন্ত্রণে।
ডিফেন্স টিম জানিয়েছে, জুলাই মাসের শুরুতে প্রতিরোধ যোদ্ধারা জান্তার রসদ বহনকারী কনভয় লক্ষ্য করে মাইন হামলা চালায় এবং তাদের মজুত করা খাদ্য জব্দ করে।
আপনার মতামত লিখুন :