ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দিল বিক্ষোভকারীরা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:১৪ পিএম
নেপালের পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ছবি- সংগৃহীত

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর প্রাণঘাতী দমন-পীড়নের জবাবে বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সংসদ সচিবালয়ের মুখপাত্র ইকরাম গিরি বলেন, ‘পার্লামেন্ট এলাকায় শত শত মানুষ ঢুকে প্রধান ভবনটিতে আগুন ধরিয়ে দিয়েছে।’

এর আগে বিক্ষোভের মুখে সরকারি বাসভবন থেকে হেলিকপ্টারের মাধ্যমে মন্ত্রীদের সরিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী। মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের বাড়িঘরে ধারাবাহিক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

এর আগে, বিক্ষোভকারীরা কাঠমান্ডুর ভৈসেপাটিতেই এক মন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেয়।

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সংসদ ভবন রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সামরিক ব্যারাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

জেন-জিদের বিক্ষোভের মুখে আজ দুপুরে পদত্যাগ করতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। এই আন্দোলনের অন্যতম দাবি ছিল অলির পদত্যাগ।

এর আগে এই বিক্ষোভে ১৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোর থেকে কাঠমান্ডুসহ নেপালজুড়ে জেন-জিদের বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণ করা হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনেও।