ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া-লাথি বিক্ষুব্ধ জনতার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:৪১ পিএম
নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে কাঠমান্ডুর রাস্তায় ধাওয়া করে বিক্ষোভকারীরা। ছবি- সংগৃহীত

নেপালে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যেই অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে কাঠমান্ডুর রাস্তায় ধাওয়া করে বিক্ষোভকারীরা। এ ছাড়াও তাকে লাথি দিয়ে ফেলে দেওয়া হয় রাস্তায়। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সি মন্ত্রী বিষ্ণু প্রসাদ কাঠমান্ডুর রাস্তায় দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে অসংখ্য মানুষ ধাওয়া করছে। বিপরীত দিক থেকে এক তরুণ বিক্ষোভকারী লাফিয়ে উঠে মন্ত্রীকে লাথি মারলে তিনি ভারসাম্য হারিয়ে আছড়ে পড়েন পাশের দেওয়ালে। তবে মুহূর্তের মধ্যেই উঠে আবার দৌড় দেন তিনি।

কাঠমান্ডু পুলিশ মুখপাত্র শেখর খানাল বার্তা সংস্থা এএফপিকে জানান, মঙ্গলবার বহু বিক্ষোভকারী কারফিউ অমান্য করে রাস্তায় নামেন।

এর আগে জেন-জিদের বিক্ষোভের মুখে আজ দুপুরে পদত্যাগ করতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। এই আন্দোলনের অন্যতম দাবি ছিল অলির পদত্যাগ।

এদিকে, এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জনের নিহত হওয়ার খবর জানা গেছে।

মঙ্গলবার ভোর থেকে কাঠমান্ডুসহ নেপালজুড়ে জেন-জিদের বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণ করা হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনেও।