নেপালে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৫১ জনের নিহতের খবর পাওয়া গেছে। নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ডিআইজি বিনোদ জানান, নিহতদের মধ্যে ২১ জন বিক্ষোভকারী, তিনজন পুলিশ সদস্য, নয়জন কারাবন্দি, একজন ভারতীয় নারী রয়েছেন। এছাড়া ১৮ জনের পরিচয় এখনো নিশ্চিত করে বলা হয়নি।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. বিকাশ দেবকোটা জানান, দেশের ৫২টি হাসপাতালে বর্তমানে ২৮৪ জন আহত চিকিৎসাধীন। এ ছাড়া শুরু থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭৭১ জনের বেশি আহত ব্যক্তি চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন।
পুলিশের গুলিবর্ষণের পর গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ নেয়। ওই গুলিতে অন্তত ১৯ জন বিক্ষোভকারী নিহত হন।
এদিকে বিক্ষোভ কিছুটা নমনীয় হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি রয়েছে। একাধিক স্থানে গুলিবর্ষণের খবরও পাওয়া গেছে।