কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি জাল পর্নোগ্রাফিক ভিডিওর মাধ্যমে রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করার অভিযোগ তদন্ত করছে মালয়েশিয়া সরকার। এ ঘটনায় যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিলসহ অন্তত ১০ জন সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাকে হুমকি দেওয়া হয়েছে।
হুমকিপ্রাপ্তদের কাছে পাঠানো ইমেলে বলা হয়, তারা যদি এক লাখ মার্কিন ডলার চাঁদা পরিশোধ না করেন, তবে তাদের মুখের ছবি ব্যবহার করে তৈরি এআই-নির্মিত অশ্লীল ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ফাহমি জানান, যাদের টার্গেট করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক অর্থনীতিমন্ত্রী ও পান্ডান আসনের সংসদ সদস্য রাফিজি রামলি, সুবাংয়ের এমপি ওং চেন, সুঙ্গাই পেটানির এমপি তৌফিক জোহারি এবং উপ-যুব ও ক্রীড়ামন্ত্রী আদম আদলি।
এছাড়া সেলাঙ্গরের নির্বাহী কাউন্সিলর নাজওয়ান হালিমি, ফাহমি নাগাহ, সিনেটর মনোলান মোহাম্মদ এবং কুলিমের অ্যাসেম্বলিম্যান ওং চিয়া জেনও আছেন এ তালিকায়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিএনএ জানিয়েছে, ডেপুটি প্ল্যান্টেশন ও কমোডিটি মন্ত্রী চ্যান ফং হিন, তাসেক গেলুগর এমপি ওয়ান সাইফল ওয়ান জান এবং বাঙ্গির এমপি স্যাহরেদজান জোহানও একই ধরনের ইমেল পেয়েছেন।
সাবেক অর্থনীতিমন্ত্রী রাফিজি রামলি এবং সুবাং এমপি ওং চেন জানান, শুক্রবার তারা যে ইমেলটি পান, তাতে অর্থ পরিশোধের জন্য একটি কিউআর কোডও যুক্ত ছিল।
১৩ বছর ধরে এমপি হিসেবে দায়িত্ব পালন করা ওং বলেন, আইনপ্রণেতা হিসেবে তিনি কখনো এতটা অনিরাপদ বোধ করেননি।
তিনি মন্তব্য করেন, ‘বিদ্রূপাত্মক হলো, মাদানী সরকারের ক্ষমতাসীন দল পার্টি কেয়াদিলান রাকিয়াতের এমপি হিসেবে এখন আমি যে নিরাপত্তাহীনতার মধ্যে আছি, তা আগের সরকারের বিরোধী দলে থাকার সময়ও অনুভব করিনি।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন