টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ফ্রান্স থেকে নরওয়ের অসলোতে অনুষ্ঠিতব্য একটি মানবাধিকার সম্মেলনে অংশ নিতে নিষেধাজ্ঞা জারি করেছে ফরাসি আদালত। আয়োজকরা শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে ফ্রান্সে তদন্তের মুখে রয়েছেন ৪০ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত মেসেজিং অ্যাপ টেলিগ্রামে অবৈধ কনটেন্ট ছড়াচ্ছে এমন অভিযোগে তদন্তাধীন রয়েছে।
মঙ্গলবার ‘অসলো ফ্রিডম ফোরাম’-এ উপস্থিত থেকে বাকস্বাধীনতা ও ডিজিটাল অধিকার নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল দুরভের। আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি এখন ভার্চুয়ালি সম্মেলনে অংশ নেবেন।
মানবাধিকার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থর হ্যালভোরসেন বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুরভের মতো একজন প্রযুক্তি উদ্যোক্তা, যার প্ল্যাটফর্ম স্বৈরাচারবিরোধী আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ, তিনি এমন এক গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যক্তিগতভাবে থাকতে পারছেন না।’
এবারই প্রথম নয়। এর আগে মার্চে তাকে দুবাই সফরের অনুমতি দেওয়া হলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সফরের অনুমতি দেওয়া হয়নি।
তবে দুরভ অভিযোগ করেছেন, ফ্রান্সের গোয়েন্দা সংস্থা তাকে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাশিয়ানপন্থি কিছু অ্যাকাউন্ট নিষিদ্ধ করার জন্য চাপ দিয়েছে।