রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে মাত্র আধাঘণ্টায় তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কির উপকূলসংলগ্ন অঞ্চলে মাত্র ৩২ মিনিটের ব্যবধানে তিনটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল ৭.৪, ৬.৭ এবং ৫.০। এই ভূকম্পনগুলোর পরপরই তিনটি আফটারশকও রেকর্ড করা হয়, যার একটি ছিল ৬.৬ মাত্রার।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সুনামি সতর্কতা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য পর্যন্ত জারি করা হয়েছে।
পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি এলাকাটি কামচাতকা অঞ্চলে অবস্থিত। এখানকার জনসংখ্যা প্রায় ১ লাখ ৬৩ হাজার। শহরটি জাপানের উত্তর-পূর্ব এবং যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের দিকে।
সেখানে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া না গেলেও শক্তিশালী এই কম্পনগুলোতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :