ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

কয়েদির ওজন ৩০০ কেজি, দৈনিক খরচ ২.৫ লাখ টাকা!

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৪:৫০ পিএম
ছবি- সংগৃহীত

পশ্চিম ইউরোপের দেশ অস্ট্রিয়ায় মাদক মামলায় গ্রেপ্তার হন এক যুবক, যার ওজন প্রায় ৩০০ কিলোগ্রাম। তার বাড়ি থেকে উদ্ধার হয় ৪৫ কিলোগ্রাম গাঁজা, ২ কিলোগ্রাম কোকেন, প্রায় ২ কিলোগ্রাম অ্যাম্ফিটামিন এবং ২ হাজারের বেশি এক্সট্যাসি বড়ি। পরে আদালতে দোষী সাব্যস্ত হলে তাকে ভিয়েনার জোসেফস্ট্যাড কারাগারে পাঠানো হয়।

কিন্তু বিপত্তি বাধে সেখানেই। আদালত কারাদণ্ড দিলেও তার বিশাল শারীরিক কাঠামোর জন্য সাধারণ কারাগারে রাখা কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত ওজনের কারণে তার কারাগারের বিছানা ভেঙে যায়। এরপর তাকে ১৫ কিলোমিটার দূরের কর্নেবার্গ কারাগারে স্থানান্তর করতে হয়।

২৯ বছর বয়সী এই বন্দির জন্য কারাগারে বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। তাকে দেওয়া হয়েছে একটি কাস্টম-তৈরি ঢালাই করা খাট। তার যত্নে নিয়োজিত রাখা হয়েছে ২৪ ঘণ্টা অন-কল নার্স। বিচার বিভাগীয় সূত্র বলছে, প্রতিদিন তার দেখভালে খরচ হচ্ছে প্রায় এক হাজার ৮০০ ইউরো। অর্থাৎ একজন সাধারণ বন্দির চেয়ে ১০ গুণ বেশি।  বাংলাদেশি টাকায় এর পরিমাণ ২ লাখ ৫৩ হাজার।

এই তথ্য প্রকাশ্যে আসতেই অস্ট্রিয়ার জনমনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত একজন ব্যক্তির জন্য কেন করদাতাদের অর্থ এত বিপুলভাবে খরচ করা হচ্ছে।

সূত্র : জিও নিউজ উর্দু