ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা ভয়াবহ যুদ্ধে পরিণত হওয়ায় ভারতের উত্তরাঞ্চলের কমপক্ষে ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সরকার।
ভারতীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানায়, বুধবার (৭ মে) সকাল থেকে ভারতের উত্তরাঞ্চলের ২১টি বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। যা আগামী ১০ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে।
মন্ত্রণালয় আরও জানায়, বন্ধ রাখা বিমানবন্দরগুলোর মধ্যে জম্মু ও কাশ্মিরের জম্মু, শ্রীনগর ও লেহ, পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, পাতিয়ালা, হালওয়ারা, হিমাচল প্রদেশের শিমলা, ধর্মশালা, রাজস্থানের জোধপুর, বিকানের, জয়সালমের, কিশনগড়, গুজরাটের ভুজ, জামনগর, রাজকোট, মুন্দরা, পোরবন্দর, কান্ডলা এবং কেশোদ। এছাড়া গোয়ালিয়র ও হিন্ডন বিমানবন্দরও এই তালিকায় আছে।
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩১ জন। এই ঘটনায় ইসলামাবাদ ভারতকে হুঁশিয়ারি করে বলেছে এই হামলার “মূল্য দিতে হবে” ভারতকে। ফলে আকাশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন