ভারতের চণ্ডীগড়ে এয়ারফোর্স স্টেশন থেকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, চণ্ডীগড় প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে স্থানীয় বাসিন্দাদের বারান্দা থেকে দূরে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) রাতে পাকিস্তান ভারতের বেশকিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা এবং লাইন অব কন্ট্রোলে (এলওসি) গুলি চালিয়েছে।
তবে এর আগেও পাকিস্তানের পাল্টা হামলা শুরুর পর শ্রীনগরসহ ভারতের বিভিন্ন স্থানে ব্লাকআউট করে দেওয়া হয়। চণ্ডীগড়ও ব্ল্যাকআউটের অন্তর্ভুক্ত ছিল।
তাই এবার পাকিস্তানের হামলার পর সতর্কতা অবলম্বন করে আগে থেকেই স্থানীয় বাসিন্দাদের বারান্দা থেকে দূরে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন।
আপনার মতামত লিখুন :