ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

রাজস্থান থেকে কথিত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু

বিবিসি
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১১:১২ এএম
অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিতদের যোধপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি- বিবিসি

ভারতের রাজস্থানের যোধপুর থেকে অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিত ১৪৮ জনকে বুধবার (১৫ মে) দেশে ফেরত পাঠানোর জন্য বিশেষ বিমানে করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

গত কয়েকদিন ধরেই রাজস্থানে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাভাষী মুসলমানদের আটক করা হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের বাংলাভাষী মুসলমানরাও আছেন।

রাজস্থান পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ১০০৮ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৭৬১ জনকে বাংলাদেশি বলে চিহ্নিত করতে পেরেছে তারা।

রাজস্থান থেকে বিবিসির সহযোগী সংবাদদাতা মোহর সিং মীণা জানিয়েছেন, প্রথম ধাপে ১৪৮ জনকে ফেরত পাঠানোর জন্য যোধপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে কলকাতা হয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা আছে বলে রাজস্থান পুলিশের সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে।

অন্যদিকে যারা ভারতীয় ও বাংলাভাষী মুসলমান, তাদের পরিচয় নিশ্চিত করার জন্য প্রায় ১০ দিন ধরে তাদের আটকে রাখা হয়েছিল।

এদের মঙ্গলবার রাত থেকে ছেড়ে দেওয়া শুরু হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে তাদের কোনো আদালতে তোলা হয়নি বলে বিবিসিকে জানিয়েছে গতরাতে ছাড়া পাওয়া পশ্চিমবঙ্গের একটি পরিবার।