উত্তর ভারতের যমুনা নদীতে রিল ভিডিও বানাতে গিয়ে ভয়ংকর এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ছয় কিশোরী। মঙ্গলবার দুপুরে আগ্রার সিকান্দ্রা থানা এলাকার ওই ঘটনায় নদীর স্রোতে তলিয়ে যায় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর ধারে খেলতে খেলতে মোবাইলে ভিডিও করছিল মেয়েরা। একপর্যায়ে গরমের তীব্রতা থেকে মুক্তি পেতে নদীর পানিতে নামে তারা, কিন্তু হঠাৎ করে স্রোতের টানে একে একে তলিয়ে যায় সবাই।
বুধবার সকালে ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, প্রথমে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাকি দুজনেরও।
নিহত ছয় কিশোরী একই পরিবারের সদস্য এবং একই গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
গ্রামের এক প্রবীণ জানান, ‘ওরা সবাই আমাদের পরিচিত। দুপুরে খেত থেকে কাজ সেরে জিরোতে গিয়েছিল নদীর ধারে। পানিতে নামতেই এমন এক ভয়ংকর ঘটনা ঘটে গেল, আমরা কেউই ভাবিনি।’
কিশোরীদের এক আত্মীয় বলেন, ‘নদীর ধারে আমাদের খামার আছে। গরমে একটু জলে নামতেই গিয়েছিল। ভাবতেও পারিনি এমন কিছু ঘটবে।’
এই ঘটনা জানাজানি হতেই পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। শোকার্ত পরিবার ও গ্রামবাসী জড়ো হন স্থানীয় হাসপাতাল ও ময়নাতদন্ত কেন্দ্রে।
প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন