ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

রিলস বানানোয় বিরক্ত হয়ে মেয়েকে হত্যা করলেন বাবা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৯:১৭ পিএম
রাধিকা যাদব। ছবি- সংগৃহীত

টেনিস কোর্টে বহুবার রাজ্য জিতেছেন রাধিকা যাদব। সুশান্তলোকের প্রতিবেশীরা তাকে চেনেন এক প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদ হিসেবে। কিন্তু বৃহস্পতিবার (১০ জুলাই) তার জীবন থেমে গেল নিজ ঘরেই, বাবার হাতে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের অভিজাত সুশান্তলোক এলাকায়।

পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সি রাধিকাকে তার বাবা ঘরের ভেতর পরপর পাঁচটি গুলি করেন। তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ অভিযুক্ত বাবাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে এবং তার কাছে থাকা দুটি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, মেয়ে রাধিকার ‘অতিরিক্ত রিল বানানো’ ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য তিনি দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন। বারবার বলার পরেও মেয়ের অভ্যাসে পরিবর্তন আসেনি। তিনি দাবি করেছেন, রাগের বশেই গুলি ছোড়েন।

রাধিকা সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলেও, একইসঙ্গে একজন সফল ক্রীড়াবিদ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। রাজ্যস্তরে তিনি একাধিক টেনিস প্রতিযোগিতা জিতেছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, রাধিকা ছিলেন মেধাবী, পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকাই শোকাহত। প্রতিবেশীদের অনেকেই বলছেন, ‘একটি প্রজন্মকে না বোঝার ফলে যে এমন দুঃখজনক পরিণতি হতে পারে, সেটা কল্পনাও করিনি।’

গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে তোলা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে মানসিক ভারসাম্য, পারিবারিক দ্বন্দ্ব এবং আগ্নেয়াস্ত্র রাখার বৈধতা নিয়েও অনুসন্ধান শুরু হয়েছে। পুলিশ অভিযুক্তের দুটি বন্দুক বাজেয়াপ্ত করেছে।

তথ্যসূত্র: এনডিটিভি