ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক এমপি প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কর্ণাটকের একটি আদালত। গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় শনিবার (২ আগস্ট) তাকে এই শাস্তি দেওয়া হয় । ২০২৩ সালে শত শত আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এসব অভিযোগ সামনে আসে। সে সময় এসব ভিডিও দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
রেভান্না ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি। দেবগৌড়ার জনতা দল (সেক্যুলার) বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির মিত্র হিসেবে রয়েছে। ভারতের মতো দেশে এত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কারো এভাবে সাজা পাওয়ার ঘটনা বিরল।
বিবিসি বলছে, দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার আদালতে কান্নায় ভেঙে পড়েন রেভান্না। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান তার আইনজীবী। তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণ মামলা এবং একটি যৌন হয়রানির মামলা এখনো চলমান।